Join Our Telegram Channel Join Here!

৩০ জুন লাস্ট ডেট! রেশন কার্ডে লাল কালি পড়বে, এই কাজটি না করলে

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
image_title_here

আপনিও কি সরকারের বিনামূল্যের রেশন সুবিধার সুবিধা নিচ্ছেন? তবে আপনি নিশ্চয়ই জানেন যে এর জন্য একটি রেশন কার্ড থাকা খুবই প্রয়োজন। কারণ রেশন কার্ড ছাড়া, কোনও রেশন ডিলার আপনাকে বিনামূল্যে শস্য, চিনি বা অন্যান্য পণ্য দেবে না।

শুধু তাই নয়, রেশন কার্ড ধারকদের কার্ডের সঙ্গে তাদের ই-কেওয়াইসি করাও প্রয়োজন। এটা ছাড়া ফ্রি রেশনও পাবেন না। এই কাজটি ৩০ জুনের মধ্যে না করলে রেশন কার্ডে লাল কালি অর্থাৎ তা বাতিলও হতে পারে। তা রেশন কার্ডের ই-কেওয়াইসি কোথায় করা যাবে?

ই-কেওয়াইসি ছাড়া রেশন পাওয়া যাবে কি?

আপনিও যদি রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে রেশন সুবিধা পান কিন্তু আপনি এখনও রেশন কার্ডের জন্য ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন না করেন, তাহলে শীঘ্রই এটি সম্পন্ন করুন। নিয়ম অনুযায়ী, পরিবারের সকল সদস্যের ই-কেওয়াইসি করানো প্রয়োজন।

এর জন্য সকল সদস্যের আঙুলের ছাপ যাচাই করা প্রয়োজন। রেশন কার্ডে যাদের নাম আছে, সেই প্রত্যেক সদস্যের ই-কেওয়াইসি থাকা আবশ্যক। যদি কোনও সদস্যের ই-কেওয়াইসি না করা হয় তবে তার নাম রেশন কার্ড থেকে মুছে ফেলা হবে। বিনামূল্যে রেশনও পাবেন না।

কীভাবে রেশন কার্ডের ই-কেওয়াইসি করা যায়?

ঘরে বসে পদ্ধতি এই কাজটি করার পদ্ধতি-

1) পশ্চিমবঙ্গ খাদ্য দফতরের একটি অফিসিয়াল https://food.wb.gov.in/ – পেজে যান।

2) Ration Card অপশনের অধীনে Check the status of your Ration Card অপশনে ক্লিক করে রেশন নম্বর ও ক্যাটাগরি সিলেক্ট করে সঠিকভ Captcha Code বসান।

3) এরপর Search অপশনে ক্লিক করার পর, রেশন কার্ডের স্ট্যাটাস Active দেখালে ভালো। কিন্তু Deactivate দেখালে আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক জরুরি।

4) এই জন্য খাদ্য দফতরের পেজে Do E-KYC অপশনে ক্লিক করে, Link Aadhaar with Deactivated/Newly Approved Cards অপশনে ক্লিক করুন।

5) নতুন পেজে রেশন কার্ড নম্বর এবং ক্যাটাগরি সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক নতুন।

6) Link Aadhaar and Mobile no. অপশনে ক্লিক করে Send OTP করলেই মোবাইল নম্বরে যে OTP আসবে সেটা লিখে Submit করুন।

7) সব শেষে পুরো নথি ঠিকঠাক আছে কিনা, তা একবার ভালো করে চেক করে Verify and Submit অপশন ক্লিক করলেই Active হয়ে যাবে আপনার রেশন কার্ড।

অফলাইনে রেশন ই-কেওয়াইসি করার পদ্ধতি-

রেশন কার্ডের ই-কেওয়াইসি সুবিধা কিন্তু একেবারে বিনামূল্যে। এর জন্য আপনাকে কোথাও ছুটতে হবে না বা কাউকে টাকা দিতে হবে না। আপনি সম্পূর্ণ বিনামূল্যে ই-কেওয়াইসি করতে পারেন। শুধু5 আপনি রেশনের দোকানে চলে গিয়ে, যেখান থেকে রেশন কিনে ফেলুন। এখান থেকেই আপনি আপনার রেশন ই-কেওয়াইসি করতে পারবেন। এরপরই দোকানদার POS মেশিন থেকে আঙুলের ছাপ নিয়ে ই-কেওয়াইসি আপডেট করে নেবেন।

রেশন কার্ডের ই-কেওয়াইসি করার শেষ তারিখ কবে?

আপনিও যদি রেশন কার্ড ধারক হন তবে আপনাকে 30 জুন 2024 এর আগে ই-কেওয়াইসি করতে হবে। কারণ, ডিলারদের কাছে রেশন বিতরণের সময় ই-কেওয়াইসি করার জন্য 30 জুন পর্যন্ত সময় রয়েছে। অতএব, আপনার রেশন কার্ডের সুবিধাগুলি পেতে, আগামী 30 তারিখের আগে ই-কেওয়াইসি করা গুরুত্বপূর্ণ।

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.